‘‘নুরানী পদ্ধতির আবিষ্কারক শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহঃ) ও তাঁর আবিষ্কৃত নূরানী কুরআন শিক্ষা পদ্ধতি”
আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহঃ) মহাকাল জয়ী একটি নাম, যিনি ছিলেন জ্যোতির্মান মুখাবয়বের এক বিনয়ী অস্তিত্ব। কুরআন সুন্নাহর জীবন্ত মশাল ও বাস্তব অনুসারী। আত্ম প্রত্যয়ী দৃঢ় চেতা সময়ের সচেনতায় বিরল দৃষ্টান্তের অধিকারী, খিদমতে কুরআনে তার যে বিশাল অবদান, ইসলামী ইতিহাসের পাতায় সোনালী হরফে থাকবে তা চির অম্লান,পবিত্র কুরআনের একনিষ্ঠ খাদেম কালামুল্লাহ শরীফের বিশুদ্ধ তা’লীম ও জরুরী দ্বীন শিক্ষার প্রচার প্রসারে ছিলেন নিবেদিত প্রান।
তাঁর আবিষ্কৃত নূরানী পদ্ধতি লক্ষ লক্ষ মুসলমানের সন্তানদের হৃদয় ও জবানে তুলে দিয়েছে পবিত্র কুরআন।
পবিত্র কুরআন শিক্ষার সহজ পন্থা নূরানী পদ্ধতির আবিষ্কার করে তিনি হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ উদ্ভাবক। পবিত্র কুরআন শিক্ষার জীবন্ত কিংবদন্তি উস্তাদ। মরনোত্তর কুরআন প্রেমিকদের ভাল বাসায় সিক্ত হলেন শাইখুল কুরআন উপাধীতে।
আরও পড়ুন